দেওদীঘি স্কুলের ৬৪ বছর উদযাপন কর্মসূচি শুরু ৫ অক্টোবর
প্রকাশিত : ২২:৫৮, ৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১০:৪০, ১২ সেপ্টেম্বর ২০১৮
চট্টগ্রামের সাতকানিয়ার ঐতিহ্যবাহী দেওদীঘিকে এম.হাই স্কুলের ৬৪ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আগামী ৫ ও ৬ অক্টোবর, শুক্রবার ও শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এই মিলনমেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা নগরীর তাসফিয়া গার্ডেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দেওদীঘি কে.এম. হাই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এবং মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. সেলিম চৌধুরী।
এ সময় আরও বক্তব্য রাখেন, পুনর্মিলনী উদযাপন পরিষদের কর্মকর্তা, বেঙ্গল কম্পিউটারর্স এর স্বত্তাধিকারী মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, আইটি এক্সপার্ট মোহাম্মদ নাছির উদ্দিন, ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন চুয়েটের সহকারী রেজিস্ট্রার ফজলুর রহমান, পোর্ট সিটি ইউনিভার্সিটির কর্মকর্তা মাহবুবা আক্তার সুমী, কর্পোরেট কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী সোহেল, সিএন্ডএফ কর্মকর্তা দেবাশীষ দাশ, উদ্যোক্তা নাজিম উদ্দিন, হাবিবা নাজনীন মুন্নী, লুৎফুন্নেসা চৌধুরী, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ জসীম উদ্দীন, শাহাদাৎ হোসাইন, মো. শহীদুল ইসলাম চৌধুরী, মো.আইয়ুব চৌধুরী, ছায়েদুল আলম চৌধুরী, তসলিমা আক্তার বেবী, শামীম আরা খানম লাকী, সাবিনা ইয়াসমিন কুমকুম, তাহমিনা সুলতানা চৌধুরী মিলি প্রমুখ।
মতবিনিময় সভায় জানানো হয়, ঐতিহ্যবাহী দেওদীঘি কে.এম. হাই স্কুলের পুনর্মিলনীতে প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য রেজিস্ট্রেশন খরচ ৫০০ টাকা। এতে প্রায় ৩০০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে চিকিৎসা ক্যাম্প, আনন্দ র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ, আনন্দ আড্ডা, ক্রিড়া ও সাংষ্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা, মেজবান ইত্যাদি।
কেআই/এসি
আরও পড়ুন